গ্রামীণফোনের পর রবি আজিয়াটা লিমিটেডের দুই সিম অপারেটর রবি ও এয়ারটেল তাদের ব্যালেন্স রিচার্জ সীমা বেধে দিলো। এখন থেকে সর্বনিন্ম রিচার্জ করা যাবে ২০ টাকা।
আরো দেখুন: সকল সিমের নাম্বার দেখার কোড
তবে ২০ টাকার নিচে রিচার্জ করা না গেলেও ২০ টাকার কমে থাকা ডাটা, মিনিট ও অন্যান্য অফার ক্রয় করা যাবে। তাছাড়া গ্রামীণফোনের ৯ টাকা, ১০ টাকা, ১৪ টাকার মিনিট ও রিচার্জ কার্ড ব্যবহার করা যাচ্ছে। জিপি থেকে জিপি নাম্বারে সর্বনিম্ন ১০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাচ্ছে।
এর আগে মানসম্মত সেবা না দেয়ায় গ্রামীনফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।
আরো দেখুন: সকল সিমে টাকা কাটার সার্ভিস বন্ধ করার কোড
আবার বিটিআরসি বরাত জানা গেছে, অবৈধ ভিওআইপি কার্যক্রমে সিম ব্যবহৃত হওয়ায় মোবাইল অপারেটর গ্রামীনফোন, বাংলালিংক ও রবিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। বিটিআরসির এ কড়াকড়ির মধ্যেই জিপির পর রবি, এয়ারটেলও তাদের সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ নির্ধারণ করলো।